মাঠে নামার আগে বড় ধাক্কা রিয়াল শিবিরে
<![CDATA[
আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগার ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রোববার (২ অক্টোবর) ওসাসুনার বিপক্ষে ম্যাচে দলের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। পিঠের নিচের দিকে চোট পেয়েছেন এই বেলজিয়ান।
উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পুরোটা সময় মাঠে ছিলেন কোর্তোয়া। ১-০ গোলে হেরে যাওয়া সে ম্যাচেই পিঠে অস্বস্তি অনুভব করেন তিনি।
লা লিগায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামার দিনেই বিবৃতি দিয়ে কোর্তোয়ার চোটের কথা জানাল মাদ্রিদের দলটি। তবে ঠিক কতদিন সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষককে মাঠের বাইরে থাকতে হবে তা সে বিবৃতিতে জানায়নি ক্লাবটি। স্ক্যানের ফল হাতে পাওয়ার পরই জানা যাবে ইনজুরি কতটা মারাত্মক।
আরও পড়ুন:বার্সাকে টপকে শীর্ষে ওঠার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইনজুরির কারণে তিন বা চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হতে পারে এই গোলরক্ষককে। তবে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এ মৌসুমে রিয়াল মাদ্রিদের একমাত্র খেলোয়াড় হিসেবে প্রতিটি মিনিট খেলেছেন কোর্তোয়া। এখন তার জায়গায় গোলপোস্টের নিচে দাঁড়াবেন দলের দ্বিতীয় গোলরক্ষক আন্দ্রে লুনিন।
]]>