সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক
<![CDATA[
সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (০৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সভা চলার সময় তাদের আটক করা হয়।
পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিব।
এছাড়া অন্যরা হলেন- নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, সদস্য যথাক্রমে শাহিনুর রহমান শাহিন, কামরুজ্জামান পলাশ, নাসির উদ্দিন বাবু, আবু দাউদ, নেছারুল ইসলাম, আবু সাঈদ, রোকনুজ্জামান রোকন।
আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি নেতা আটক
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক জানান, পুলিশ প্রশাসনকে অবহিত করে কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইউম জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা অনেকে এক জায়গায় কী কারণে বসেছিলেন সেটি জানার চেষ্টা চলছে।
]]>




