বিনোদন

ইউএনও’র গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত ৮

<![CDATA[

কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূলব আক্তারের গাড়ির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে আটজন আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পুজা মণ্ডপ পরিদর্শন করে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় স্প্রিড ব্রেকারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ অটোরিকশায় থাকা সাত জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে থাকা সাব ইন্সপেক্টর আনছার আলী আহত হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অটোরিকশা চালক ফজলুল হক ও ফজল হককে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!