মাদারীপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
<![CDATA[
মাদারীপুরের রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে সড়ক থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজৈর থানা পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় রাজৈর থানা পুলিশের টিম ডিউটি শেষে ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাতলা-সানেরপাড় এলাকার সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে হাইওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগতির পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রংপুরে নৈশকোচের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ডিউটি থেকে ফেরার সময় সড়কের উপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখি। মরদেহ দেখে মনে হচ্ছে রাস্তা পার হবার সময় কোনো গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে। পরে হাইওয়ে পুলিশকে জানালে তারা এসে ওই মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
]]>




