দিনাজপুরে সড়কের বেহাল অবস্থা, ভোগান্তি বাড়ছে
<![CDATA[
দিনাজপুরের বেশিরভাগ সড়ক মহাসড়কের বেহাল অবস্থা। সরু রাস্তার কারণে কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ,মানুষের ভোগান্তি লাঘবে মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
রাস্তা অপ্রশস্ত ও অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা। দিনাজপুরের রংপুর ও পঞ্চগড় সংযুক্ত সড়ক দুই লেন হলেও কোথাও কোথাও যানবাহন সংখ্যা বেড়ে যাওয়ায় সংকীর্ণ রাস্তায় হরহামেশাই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে মানুষের ভোগান্তি। আর দীর্ঘদিন সংস্কার না করায় দিনাজপুর-রংপুরের ৭৪ কিলোমিটার এবং দিনাজপুর-পঞ্চগড়ের ৮০ কিলোমিটার মহাসড়কের বেহাল অবস্থা।
এ ছাড়া অনুমোদনবিহীন যান চলাচল ও সড়কের ওপর অবৈধ হাটবাজার ও ফুটপাত দখলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের।
দিনাজপুর নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক হারুন রশীদ বলেন, মহাসড়কগুলো চার লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তবে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন: মরার আগে দুই কিলোমিটার রাস্তা ‘পাকা’ দেখতে চান শতবর্ষী বিমলা
তবে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল ইসলাম সরকার জানান, মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুতই কাজ শুরু হবে।
জেলা ‘নিরাপদ সড়ক চাই’ এর গত ছয় মাসের জরিপে বলা হয়েছে, দিনাজপুর, রংপুর ও পঞ্চগড় মহাসড়কে ৫৪টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের আর পঙ্গুত্ববরণ করেছেন ১১১ জন।
]]>