অঘটনের শিকার অ্যাতলেটিকো, লিভারপুল জিতল সালাহ-ট্রেন্টের গোলে
<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (৪ অক্টোবর) অঘটনের শিকার হয়েছে লা লিগার অন্যতম সেরা ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। ক্লাব ব্রুগের বিপক্ষে এদিন তারা হেরেছে ২-০ গোলে। অন্যদিকে লিভারপুল একই ব্যবধানে হারিয়েছে স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে।
অ্যাতলেটিকো মাদ্রিদ আগের ম্যাচে হেরেছিল লেভারকুসেনের বিপক্ষে। ব্রুগের বিপক্ষে হেরে টানা হারের ধারা অব্যাহত রাখল দিয়েগো সিমিওনের শিষ্যরা। ব্রুগের হয়ে একটি করে গোল করেছেন কামাল ও ফেরান। এ হারের ফলে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে সবার তলানিতে অ্যাতলেটিকো। ৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৩। ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ব্রুগ। দুই ও তিন নম্বরে আছে যথাক্রমে পোর্তো ও লেভারকুসেন।
আরও পড়ুন: মেসির রেকর্ড ভাঙলেন ফোডেন
লিভারপুল-রেঞ্জার্স ম্যাচে সপ্তম মিনিটে ট্রেন্ট আরনল্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। দলের দ্বিতীয় গোলটি আসে সেরা খেলোয়াড় মোহামেদ সালাহর পা থেকে। বিরতির ৮ মিনিট পর লক্ষ্যভেদ করেন তিনি। এ জয়ের ফলে ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে তারা। ৩ ম্যাচে কোনো জয় না পাওয়া রেঞ্জার্স আছে সবার শেষে।
আরও পড়ুন: গোলে এগিয়ে হলান্ড, আতঙ্কে মেসি
অন্য ম্যাচগুলোর মধ্যে এদিন পোর্তো ২-০ গোলে লেভারকুসেনকে, মার্শেই ৪-১ গোলে স্পোর্টিং লিসবনকে ও নাপোলি ৬-১ গোলের বড় ব্যবধানে আয়াক্সকে হারিয়েছে। টটেনহ্যাম ও ফ্রাঙ্কফুর্টের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
]]>