বাংলাদেশ

শিক্ষক দিবসে গুগলের ডুডল

<![CDATA[

বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। বুধবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসও তার ব্যতিক্রম হয়নি। এই দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার। বিশ্বের সব শিক্ষকের সম্মান জানাতে বিশেষ ডুডল প্রকাশ করেছেন গুগল।

ডুডলের জিআইএফে দেখা যাচ্ছে একটি ক্লাসরুমের ছবি। ব্ল্যাকবোর্ড, বিভিন্ন স্টেশনারি, যেগুলো লেখাপড়ার কাজেই ব্যবহার হয়। বিশ্বের প্রায় সব দেশেই গুগলের এই ডুডল দেখা যাচ্ছে। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেসকোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদ্‌যাপিত হয়।

তবে শিক্ষক দিবসের শুরু হয়েছিল ১৯৬৬ সালে। প্যারিসে শিক্ষকের মর্যাদা সংক্রান্ত আন্তঃসরকার সম্মেলনে ইউনেসকো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং মর্যাদা সম্পর্কে একটি যৌথ সুপারিশমালা প্রণয়ন করে। ইউনেসকোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। এ বছর বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হলো-‘ শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু।’

আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবস আজ

এবারই প্রথম নয়, গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। কখনো কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন উদ্‌যাপন করতে তো কখনো বিশেষ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করাতে উদ্যোগ নেয় গুগল।

ডুডল হচ্ছে বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয়। জনসচেতনতা এবং অজানা বিভিন্ন বিষয় নিয়ে গুগলের নান্দনিক সব ডুডল বরাবরই নজর কেড়ে আসছে নেটিজেনদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!