এশিয়া কাপের প্রথম হ্যাটট্রিক বাংলাদেশের তৃষ্ণার
<![CDATA[
পাঁচটি ওয়ানডে খেললেও মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি ফারিহা তৃষ্ণার অভিষেক ম্যাচ। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের এ পেসার। এটা এবারের নারী এশিয়া কাপেও প্রথম হ্যাটট্রিক। নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (৬ অক্টোবর) পরপর তিন বলে তিন উইকেট নিয়েছেন এ পেসার।
ইনিংসের তখন ষষ্ঠ ওভার। অভিষিক্ত ফারিহা করতে আসেন নিজের তৃতীয় ওভার। প্রথম বলে এক রান দেন তিনি। দ্বিতীয় বলেই তুলে নেন উইনিফ্রেড দুরাইসিংগামের উইকেট। ৫ রানে সরাসরি বোল্ড আউট হন এ ওপেনার। ফারিহার তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন মাস এলিসা।
আরও পড়ুন: মালয়েশিয়াকে ১৩০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ওভারের চতুর্থ বলে ওভার দ্য উইকেট থেকে ফারিহা দুর্দান্ত এক ইন-সুইঙ্গারে ফিরিয়ে দেন সবে ক্রিজে নামা ইজ্জাতি ইসমাইলকে। গোল্ডেন ডাক দিয়ে ফিরে যান মালয়েশিয়ার ব্যাটার। ফারিহা পরের দুই বলে আর কোনো রান খরচ করেননি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৮ ওভারে ১৮ রান নিয়ে ব্যাট করছে মালয়েশিয়া। জয়ের জন্য তাদের আরও দরকার ১১২ রান।
এর আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে টাইগ্রেসরা। শুরুতে ব্যাট করতে মন্থর ব্যাটিংয়ে চাপেই ছিল টাইগ্রেসরা। ১৪ ওভার শেষে রান ছিল মাত্র ৬৯। যদিও হাতে তখনো ছিল ৮ উইকেট।
আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজে ওপেনিংয়ে শান্ত!
এরপর মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা জ্যোতি মিলে দলকে সম্মানজনক লক্ষ্য এনে দেন। দুজনই ফিফটি তুলে নেন। তৃতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তারা। ৩৪ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানা ৫৪ বলে ৬ চারের সাহায্যে ৫৬ রান করেন।
]]>