Feni (ফেনী)সোনাগাজী

সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

সোনাগাজী | তারিখঃ October 6th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 8 বার

সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উভয় পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন এবং পাল্টা-পাল্টি মামলা দায়ের করেছেন। মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে শেখ জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।

তারা অভিযোগ করেন সোনাগাজী পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের মরহুম শেখ হুমায়ূন কবীরের বাসভবনে তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শেখ হুমায়ূন কবীর দুই ছেলে, চার কন্যা ও এক স্ত্রী রেখে ২০০৯ সালে মৃত্যুবরণ করেন। তার বড় ছেলে ফেনী শহরের ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম তার মায়ের নামে থাকা প্রায় দুই কোটি আশি লাখ টাকা মূল্যের ৪০ শতক জমি বাড়িতে কমিশন ডেকে গোপনে ২০১৯ সালে নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরবর্তীতে মা ও তার অপরাপর ভাইবোনেরা বিষয়টি জানতে পারলে তার মা বাদী হয়ে দলিলটি বাতিলের দাবীতে আদালতে মামলা দায়ের করেন।

এছাড়া স্বপ্নচূড়া নামে একটি মাল্টিপারপাস কো-অপরেটিভ এনজিও এবং স্বপ্নচূড়া ট্রাভেলস খুলে পরিবারের সদস্যদের কাছ থেকে ৫৫ লাখ ৫০ হাজার টাকা সহ এলাকাবসীর কাছ থেকে আরো প্রায় দুই কোটি টাকা হাতিয়ে জাহাঙ্গীর আত্মগোপন করেন। জমি ও পাওনা টাকাগুলো ফেরৎ চাওয়ায় গত ৪ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে ভাড়াটে সন্ত্রাসী এনে শেখ জাহাঙ্গীর আলম তার মা ও বোনদের উপর হামলা করে।

এ ব্যপারে তার মা বাদী হয়ে হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে শেখ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীকে কথিত অপহরণের নাটক সাজিয়ে ভাই, বোন ও ভগ্নিপতিদের বিরুদ্ধে থানায় পাল্টা আরেকটি অভিযোগ করেন।

পুলিশ মামলাটি রুজু না করলে বৃহস্পতিবার সকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ জাহাঙ্গীর আলমের মা আইনূন নাহার, বোন শেখ ইসরাত জাহান, আকলিমা আক্তার, তাছলিমা আক্তার, ভাই শেখ নুরুল আবছার, ভগ্নিপতি আসাদুজ্জামান খান, রফিকুল ইসলাম রিয়াদ ও খালাতো ভাই সাইফুল হক জিহাদ।

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে সাথে নিয়ে পৌর শহরের নিউ ফুড গার্ডেন রেস্টুরেন্টে পাল্টা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন,তিনি নি:সন্তান দম্পতি হওয়ায় তার নামে মায়ের দেয়া সম্পত্তি লেখে নিতে ভাই, তিন বোন ও ভগ্নিপতিরা দফায় দফায় হুমকি ও হামলা করে। গত ৩ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে সোনাগাজী -ফেনী সড়কের ডাকবাংলা হাসপাতালের সামনে অপহরণের চেষ্টা ও পিটিয়ে জখম করে। এসময় তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে সোনাগাজী মডেল থানা পুলিশের সহযোগিতায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পান।

এ ঘটনার জন্য তিনি ভগ্নিপতি রফিকুল ইসলাম রিয়াদ, আসাদুজ্জামান খান ও খালাতো ভাই সাইফুল হক জিহাদ সহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআকে তদন্ত করে প্রতিবেদনের আদেশ। বর্তমানে আসামিদের অব্যহত হুমকিতে তিনি ও তার স্ত্রী নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবী করেন। তিনি আরো দাবী করেন ২০১৯ সালে তার মা ৬টি পৃথক দলিলে ৬ ভাই-বোনের মধ্যে জমি বন্টন করে দেন। তার মালিকীয় সম্পত্তিগুলে দখল করতে তার বিরুদ্ধে মা ও ভাইকে ক্ষ্যাপিয়ে তুলেছে বোন এবং ভগ্নিপতিরা। বোনেরা তার কাছে কিছু টাকা পাওনা রয়েছেন। সেটা পারিবারিক সমজোতার মাধ্যমে ২০২৩ সালের মার্চ মাসের মধ্য পরিশোধের অঙ্গীকার নামা রয়েছে তার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!