সিনিয়রদের সালাম না দেয়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
<![CDATA[
থামছেই না কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব। বেড়েছে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনাও। রাজধানীতে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখমের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, আধিপত্য জানান দিতেই সংঘাতে জড়ায় তারা।
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব। প্রতিপক্ষকে ঘায়েল করতে হামলা। র্যাব জানায়, গত ২৩ সেপ্টেম্বর মিরপুর-১২ নম্বর এলাকায় কিশোর গ্যাংয়ের সিনিয়র গ্রুপের সদস্যদের জুনিয়র গ্রুপের সদস্যরা সালাম না দেয়া নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।
এরই জেরে এসএসসি পরীক্ষা চলাকালীন রাকিবের ওপর হামলা চালায় জুনিয়র গ্রুপের সদস্যরা। ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় তাকে।
শুক্রবার (৭ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক মোজ্জাম্মেল হক জানান, জুনিয়র গ্রুপের কিশোর গ্যাং লিডার হচ্ছে রমজান। কিছুদিন আগে রমজান, আলামিন, পাপনসহ একটা জায়গায় ধুমপান করতেছিল। তার পাশ দিয়ে সিনিয়র গ্রুপ যাচ্ছিল। তখন কেন তাদের সালাম দেয়া হলো না এটা নিয়ে জুনিয়র গ্রুপের সদস্যদের মারধর করা হয়।
আরও পড়ুন: চুরির নেশাটাই এখন তার মূল পেশা
রাকিব ৫টি পরীক্ষায় অংশ নিতে পেরেছিল। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
কিশোর গ্যাংয়ের আধিপত্য দমাতে অভিভাবককে আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করে র্যাব।
]]>