কবি হেলাল হাফিজের জন্মদিনে নেত্রকোনায় মিলনমেলা
<![CDATA[
‘সবাই জমায় টাকা, আমি চাই মানুষ জমাতে’ কবিতার এ দুটি লাইনের প্রকাশ ঘটেছে নেত্রকোনায় কবি হেলাল হাফিজের ৭৫তম জন্মদিনে। বাংলা সাহিত্যের অন্যতম কবির জন্মদিন গত বছর থেকে পালন করে আসছে হিমু পাঠক আড্ডা। এরই ধারাবাহিকতায় এ বছর প্রথম কবির নিজ বিদ্যাপীঠ নেত্রকোনার ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের রেনট্রি তলায় আড্ডায় আড্ডায় কবিতাপাঠ ও অভিব্যক্তি প্রকাশ করা হয় কবিকে নিয়ে।
এ সময় আয়োজক কমিটি হিমু পাঠক আড্ডার পক্ষ থেকে জায়গাটিকে হেলাল হাফিজ চত্বর ঘোষণার দাবি জানানো হয়।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া আয়োজন চলে দুপুর পর্যন্ত। প্রস্তাবিত হেলাল হাফিজ চত্বরটি অর্থাৎ বিদ্যালয়ের মাঠজুড়ে কবিভক্তদের মিলনমেলায় পরিণত হয়। এতে বিভিন্ন বয়সের কবিপ্রেমীরা অংশ নেন। আয়োজনে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা।
প্রথমেই সমবেত কণ্ঠে আগুনের পরশমণি গান পরিবেশনের মধ্য দিয়ে শুয় হয় জন্মদিনের মূল আনুষ্ঠানিকতা। পরে কবির জীবনী পাঠ ও কবিতাপাঠের মাঝে মাঝেই কবিকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন সহপাঠী বন্ধু, সামাজিক, সাংস্কৃতিক ও তরুণ প্রজন্মের কবিভক্তরা।
এদিকে মূল অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টা প্রয়াত কবি কামরুজ্জামান চৌধুরী স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগমের পরিচালনায় অভিব্যক্তি প্রকাশ ও কবিকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, সহপাঠী, সাংবাদিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: নেত্রকোনায় যানজটে অতিষ্ঠ নগরবাসী
শুভেচ্ছা জানানোর পাশাপাশি হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগমের উপস্থাপনায় দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজুর সভাপতিত্বে অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, (অপরাধ) হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, মোজাম্মেল হক বাচ্চু, মতিয়র রহমান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক নাজমুল কবীর সরকার, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, কবি খাইরুল হক, সাহিত্য সমাজের সাইফুল্লাহ ইমরান, কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল ফুলের শুভেচ্ছা জানান কবিকে। পরে অতিথিরা হিমু পাঠক আড্ডার সদস্যদের নিয়ে কেক কাটেন।
কবি হেলাল হাফিজ বেশ কিছুদিন ধরেই ঢাকায় চিকিৎসাধীন থাকায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন অতিথি ও কবিপ্রেমীরা।
কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামের এক শিক্ষক পরিবারে। কবির বাবা খোরশেদ আলী তালুকদার ছিলেন দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। যিনি সবার কাছে পাগড়িওয়ালা স্যার হিসেবে বেশ পরিচিত ছিলেন।
]]>