খেলা

‘পাসুরি’ গান গেয়ে তোপের মুখে সোনা মহাপাত্র

<![CDATA[

সম্প্রতি ইনস্টাগ্রামে তার গলায় গাওয়া ‘পাসুরি’ গানের একটি ভিডিও পোস্ট করেন সোনা। তারপরই তার দিকে ধেয়ে আসে একের পর এক আক্রমণ। কেউ বলেছেন, এই গানের সঙ্গে সোনাকে একেবারেই মানায়নি।

চলতি বছরের জনপ্রিয় গানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ‘পাসুরি’। আলি শেঠি ও সাই গিলের তৈরি ‘পাসুরি’ বিপুল জনপ্রিয় হয়। দেশ-জাতি-ধর্মের ব্যবধান ভুলে জনপ্রিয়তা পায় গানটি। পাকিস্তানের জনপ্রিয় ‘কোক স্টুডিও’র ১৪তম সিজনের নতুন সংযোজন সেটি। এ গান গেয়েই এবার তোপের মুখে পড়লেন সংগীতশিল্পী সোনা মহাপাত্র। গায়িকার গলায় ‘পাসুরি’ শুনে সমালোচনা করেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

আরও পড়ুন: আসিফের ছেলের বিয়ের দাওয়াত না পাওয়ায় মমতাজের ‘আক্ষেপ’

সম্প্রতি ইনস্টাগ্রামে তার গলায় গাওয়া ‘পাসুরি’ গানের একটি ভিডিও পোস্ট করেন সোনা। তারপরই তার দিকে ধেয়ে আসে একের পর এক আক্রমণ। কেউ বলেছেন, এই গানের সঙ্গে সোনাকে একেবারেই মানায়নি। আবার কেউ কটাক্ষের সুরে পরামর্শ দিয়েছেন যে, নেহা কাক্করের মতো ‘কপি ক্যাট’ হয়ে যাবেন না। পাকিস্তান কোক স্টুডিওর ‘পাসুরি’ গানটি গেয়েছেন আলি শেঠি ও শিয়া গিল। গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন ভাষায়ও অনেকে গেয়েছেন এই গান। এ রকম একটি জনপ্রিয় গান গেয়ে এবার নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন সোনা।

আরও পড়ুন: আসিফ আকবরের ছেলের বিয়ে সম্পন্ন

প্রসঙ্গত, সম্প্রতি সংগীতশিল্পী ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ রিমেক করে সমালোচনার মুখে পড়েছেন গায়িকা নেহা কাক্কর। এ নিয়ে সরব হয়েছেন স্বয়ং ফাল্গুনীও। সেই বিতর্কের আবহে এবার আরও এক জনপ্রিয় গান গেয়ে কটাক্ষের শিকার হলেন সোনা, তাতে এই পর্বে নয়া মাত্রা যোগ করল।

সূত্র: আনন্দবাজার

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!