ইতালি গেলে ফেরে না, তাই ভিসা পাচ্ছে না বাংলার দাবাড়ুরা
<![CDATA[
ইতালি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেও বাংলাদেশ দাবা দলের ভিসার কোন সুরাহা হয়নি। রাষ্ট্রদূত সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশি দাবাড়ুদের ভিসা দিতে পারবেন না। কারণ হিসেবে জানিয়েছেন বাংলাদেশিরা ইতালি গেলে আর ফিরে আসে না। এমনটাই জানিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এই বিষয়ে ফিদের আইনজীবির কাছে অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি অফিসিয়ালি জানার পর মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ।
ইতালির সার্দিনিয়া শহরে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব জুনিয়র দাবা প্রতিযগিতা। এই আসর সামনে রেখে বাংলাদেশের দাবাড়ুরা নিজেদের প্রস্তুত করছিলেন বেশ ভালোভাবেই। তবে ইতালি দূতাবাস ভিসা দিতে অপারগতা প্রকাশ করলে রুদ্ধ হয়ে যায় খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশ নেয়া।
সমস্যা সমাধানে দাবা ফেডারেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দূতাবাসের সঙ্গে। তবে কর্তৃপক্ষের সাফ জবাব বাংলাদেশিরা ইতালি গেলে আর ফিরে আস না, তাই এই মুহুর্তে ভিসা প্রক্রিয়া করা সম্ভব নয়।
আরও পড়ুন:দারিদ্র্য ঠেলে ব্যাডমিন্টনে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্মান এনে দিলেন মোস্তাকিম
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, ‘ফিদেকে আমরা বিষয়টি অবহিত করেছি। রাষ্ট্রদুতের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, আমরা আপনাদের ভিসা দিতে পারব না। আপনাদের লোকজন ইতালি গেলে আর দেশে ফিরে আসে না। আমাদের ভিসা প্রসেসিংয়ে বেশ কিছু অর্থ ব্যয় হয়েছে। ফিদের আইনজীবীর কাছেও আমরা অভিযোগ করব। আমরা সোমবার ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টা জানাব।’
সাধারণত গভর্মেন্ট অর্ডার বা জিওর মাধ্যমে অ্যাথলিটরা দেশের বাইরে প্রতিযোগিতায় অংশ নেয়। তবে দাবাড়ুদের ভিসা না পাওয়ার বিষয়টি এখনো অফিসিয়ালি জানে না জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনের পক্ষ থেকে ক্রীড়া পরিষদে যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ক্রীড়া পরিষদ সচিব।
আরও পড়ুন:গিনেস বুকে ঠাকুরগাঁওয়ের রাসেলের যত রেকর্ড
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বলেন, ‘ইতালি দূতাবাস যে ভিসা দেয় নি আমরা অফিসিয়ালি এখনো এই বিষয়ে কোন কিছু পায়নি। পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। যেহেতু বন্ধ গেলো মাঝখানে, কালকেও বন্ধ আছে অফিস। ফেডারেশন যদি যোগাযোগ করে আমাদের সঙ্গে তখন আমরা প্রয়োজনে যোগাযোগ করবো এই বিষয়টা মন্ত্রণালয়ের মাধ্যমে। আমরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মন্ত্রণালয়কে ইনফর্ম করবো অফিসিয়ালি বিষয়টি তখন মন্ত্রণালয় অবশ্যই ব্যবস্থা নিবে।’
ইউরোপের বিভিন্ন দেশের প্রতিযোগিতায় এর আগেও অংশগ্রহণ করেছে বাংলাদেশের দাবাড়ুরা। ভিসার জন্য বাংলাদেশের দাবাড়ুদের বিদেশ যাত্রা ব্যাহত হলো এই প্রথম।
]]>




