ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর কৃষকের মরদেহ উদ্ধার
<![CDATA[
ঝিনাইদহে হরিনাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামে নিখোঁজের চারদিন পর হাফিজুর রহমান হাফিজ (৪০) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে ওই উপজেলার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাফিজুর রহমান রিশখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
সাবেক চেয়ারম্যান সাবদার আলীর জানান, হাফিজ গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয় হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৭ অক্টোবর নিহতে ভাই জাফিরুল ইসলাম বাদী হয়ে হরিনাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করে। রোববার দুপুরে গ্রামের লোকজন ওই বিলে মাছ ধরতে যায়। সেসময় হাফিজুর রহমানের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন পায় তারা। মোবাইল ফোনটি পাওয়ার পর হাফিজুরের পরিবারকে জানায় তারা। ফোনটি হাফিজুর রহমানের বলে সনাক্ত করে পরিবার।
আরও পড়ুন: হাসপাতালের লিফটের নিচে মিলল বীর মুক্তিযোদ্ধার মরদেহ
এরপর সাবদার আলী গ্রামের ৫০ থেকে ৬০ গ্রামবাসী নিয়ে ওই বিলে খোঁজাখুঁজি করে একপর্যায়ে মাটির নিচেই পুঁতে রাখা হাফিজুর রহমানের পা দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহতের ঘাড়ে ও পিঠে কোপের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার দাবী করছি।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, রিশখালীর বিলের মাঠে হাফিজুরের মরদেহ পুঁতে রাখা হয়েছে। এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে হরিনাকুন্ডু থানায় নেওয়া হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে ময়নাতদন্ত করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
]]>




