বাংলাদেশ

বাংলাদেশের জালে ইয়েমেনের গোল উৎসব

<![CDATA[

ইয়েমেনের বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন, কিন্তু আগের দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব -১৭ দল শেষ ম্যাচে আর পেয়ে ওঠেনি। মধ্যপ্রাচ্যের দেশটির কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে পল স্মলির দল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ে গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

রোববার (৯ অক্টোবর)  এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপের ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে বাংলাদেশের। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ছয় রানার্সআপ পাবে মূলপর্বে খেলার টিকেট। ‘ই’ গ্রুপে রানার্সআপ হলেও সেরা ছয় রানার্সআপের মধ্যে জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিনই।

আরও পড়ুন:সিঙ্গাপুরের পর ভুটান বধ, টানা জয়ে উড়ছে বাংলাদেশ

বাছাই পর্বে ‘আই’ গ্রুপ থেকে তিমুর-লেসেথো ও ‘জে’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় বাইলজে এসেছে পরিবর্তন। পাঁচ ও চার দল নিয়ে গঠিত গ্রুপগুলোতে সেরা তিন দলের মধ্যকার ফল বিবেচিত হবে সেরা ছয় রানার্সআপ নির্ধারনের ক্ষেত্রে। সে হিসেবে ‘ই’ গ্রুপে ভুটানের বিপক্ষে পাওয়া জয়টা আসছে না বিবেচনায়। সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে ম্যাচের ফল অনুযায়ী দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। তবে ইয়েমেনের বিপক্ষে বড় হারে গোল পার্থক্য দাঁড়িয়েছে মাইনাস ৩। গ্রুপ রানার্সআপ হিসেবে এখনো কাগজেকলমে টিকে থাকলেও সমীকরণ বলছে চূড়ান্তপর্বে বাংলাদেশকে খেলতে হলে ঘটতে হবে অলৌকিক কিছু।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন খেলা দেখতে আসা হাজারখানেক দর্শককে শুরুতে বেশ আশাই দেখাচ্ছিল বাংলাদেশের তরুণরা। প্রথম ১০ মিনিট  পর্যন্ত ইয়েমেনের রক্ষণে ছড়িয়েছে ত্রাস।৭ মিনিটের সময় সতীর্থের লং পাস থেকে মোতাগিম আলম বক্সে ঢুকে দূরহ কোন থেকে নেওয়া শট গোলকিপারের হাত স্পর্শ করে ক্রস বারে লেগে ফিরলে হতাশায় পুড়েছে বাংলাদেশ।

এরপর অবশ্য নিজেদের গুছিয়ে নিয়ে বাকিটা সময় রাজত্ব করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। প্রথমার্ধেই স্বাগতিক দর্শকদের হতাশা উপহার দিয়ে করেছে ৩ গোল।

২২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ইয়েমেন। স্পট কিক থেকে আনোয়ার হোসেন তুরাইকি গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান

৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওয়াহিব নোমান।

আরও পড়ুন:শেষ ম্যাচে সেরা একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

৪৫ মিনিটে বাংলাদেশকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন আদেল আব্বাস কাশেম। বক্সের ভেতরে বল পেয়ে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।

বিরতির পরও ইয়েমেন আধিপত্য বিস্তার করে খেললেও এই অর্ধে একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা। ৭৮ মিনিটে মোহাম্মদ আমীর বক্সে ঢুকে নিঁখুত শটে চতুর্থ গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!