বিনোদন

বাংলাদেশের বিপক্ষে ছক্কায় আহত কিশোরী দর্শক

<![CDATA[

বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড পেয়েছে সহজ জয়। শরিফুল ইসলামের বলে লঙ অন দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন গ্লেন ফিলিপস। জয় এলেও এই ছয়ে ঘটে এক দুর্ঘটনা। ফিলিপসের ছক্কায় আহত হন এক কিশোরী। ব্যাট ফেলে দ্রুত দৌড়ে সবুজ গ্যালারিতে ছুটে যান নিউজিল্যান্ডের তারকা।

রোববার (৯ অক্টোবর) ক্রাইস্টচার্চে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে ঘটে এমনই ঘটনা। বাংলাদেশের ১৩৭ রান অনায়াসে টপকে ৮ উইকেটে জিতে যায় কিউইরা। জয়সূচক রান করা ফিলিপস ২টি করে চার ও ছয়ে ৯ বলে করেন ২৩ রান। যার শেষ ছক্কাটি আহত করে এক কিশোরীকে।

নিউজিল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ দেখতে আসা এক কিশোরীর চোখের নিচের অংশ গিয়ে আঘাত করে বল। মাঠেই তাকে পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা। পরে এই কিশোরীকে নেওয়া হয়েছে ক্রাইস্টচার্চ হাসপাতালে। মাঠে চিকিৎসা চলাকালে ফিলিপস ছুটে গিয়ে খবর নেন সে কিশোরীর।

আরও পড়ুন:শোচনীয়ভাবে হারল বাংলাদেশ

মুখে আঘাত লাগায় তাকে এমআরআই পরীক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিলিপস ছাড়াও নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও খবর নিয়েছেন এই দর্শকের।
 

এদিকে মাঠে এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার ঈশ সোধি। তিনি বলেন, ‘মাঠে এরকম কয়েকবার হলো। এটা সামলানো কঠিন। আমার মনে হয় গ্যালারিতে কম বয়েসীরা কোথায় বসলে নিরাপদ হবে এটা ভেবে দেখা উচিত। ফিলিপস খুব জোরে বল মেরেছিল। কিশোরীটি টের না পেয়ে আহত হয়েছে। ভাগ্য ভাল যে খারাপ কিছু হয়নি। ফিলিপস এরমধ্যে মেয়েটির জন্য উদ্বেগ জানিয়েছে। আমার মনে হয় সে এখন সঠিক তত্ত্বাবধায়নেই আছে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!