আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে ৩ বান্ধবীর মৃত্যু
<![CDATA[
নরসিংদীর বেলাবর আড়িয়াল খাঁ নদে একসঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে তিন বান্ধবীর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) রাতে উপজেলার নদের বীরকান্দা ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া তিন বান্ধবী হলো: উপজেলার বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০), হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা পরস্পরের প্রতিবেশী ছিল।
আরও পড়ুন: জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তিন বান্ধবী আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে রাতে একে একে তিন বান্ধবীর মরদেহ পাওয়া যায়।
অভিযোগ না থাকায় তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
]]>