রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে হারাল আর্সেনাল
<![CDATA[
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (৯ অক্টোবর) ঘরের মাঠে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে জোড়া গোল করেছেন সাকা এবং একটি গোল করেছেন মার্টিনেলি। লিভারপুলের হয়ে গোল করেছেন ফিরমিনো ও নুনেজ।
সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিভারপুলের। আর্সেনালের মাঠে ম্যাচ শুরু হতে না হতেই লিভারপুলের জালে বল জড়ান মার্টিনেলি। ম্যাচের প্রথম মিনিটেই মার্টিনেলির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের থ্রু বল বক্সে পেয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
৩৪তম মিনিটে নুনেজের গোলে সমতায় ফেরে লিভারপুল। ডান দিক থেকে লুইস দিয়াসের দেয়া পাস বক্স থেকে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে রোমাঞ্চ জাগিয়ে আবারও এগিয়ে যায় আর্সেনাল। মার্টিনেলির ক্রস থেকে জাল খুঁজে নেন সাকা।
বিরতির পর খেলতে নেমে ফের সমতায় ফেরে লিভারপুল। বদলি হয়ে নামা ফিরমিনো জোতার থ্রু পাস থেকে লক্ষ্যভেদ করেন। আর্সেনালের বিপক্ষে এই নিয়ে ১৭ ম্যাচে ১০ গোল করলেন ফিরমিনো, কোনো এক দলের বিপক্ষে তার সবচেয়ে বেশি।
আরও পড়ুন: রোনালদোর রেকর্ডের দিনে জয় পেয়েছে ইউনাইটেড
তবে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গতবারের প্রিমিয়ার লিগের রানার্সআপ দল লিভারপুল। বক্সে জেসুসকে ফাউল করে পেনাল্টি উপহার পায় আর্সেনাল। সফল স্পট কিকে ৭৬ মিনিটে আবারও এগিয়ে যায় আর্সেনাল। ৩-২ স্কোরলাইনের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার শিষ্যরা।
৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৮ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে ১০ নম্বরে লিভারপুল।
]]>




