বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ বিষয়ে সংঘর্ষে আহত ৩০, আটক ১৪

<![CDATA[

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই বন্ধুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) রাতে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার খানবাড়ীর আবদাল মিয়ার ছেলে রায়হানের সঙ্গে মোল্লাবাড়ীর হোসেন মিয়ার ছেলে জাবেদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। জাবেদের পাশের বাড়ির শামিম নামে এক যুবক রায়হানের চরিত্র ভালো নয় মর্মে তার সঙ্গে চলাচল না করার জন্য জাবেদকে নিষেধ করে। রোববার সন্ধ্যার দিকে এ নিয়ে জাবেদ ও রায়হানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এর জের ধরে দুজনের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত পর্যন্ত চলে এ সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৩০ জন আহত হন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: নাটোরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

আহতরা হলেন: ওমর আলী (২৮), কাজল  (৪৮), জহির মোল্লা (৪৫), কাউসার (৫০), মামুন মোল্লা (৩০), লোকমান মোল্লা (৬০), সোহেল (৩৮), শামসুল হক (৪৭), সালমা (৩৫), ইকবাল (৩০), স্বপন (২২), রিয়াদ (১৭), জালাল (২৮), তাকলিক (৩৫), আহাদ (৩৭), আশাদুল (১৭), আমিন (২০), অম্বর (২৫), নয়ন (২০), জাবেদ (১৮), আরমান (১৮), জসিম (২৬), মনির (১৭), রাসেল (১৭), শুরাফ (৪৫), জসিম (১৮), এড. এমদাদুল হক (৩৫), আশুক (৩৫), হাফেজ ধন মিয়া (৫০), চুট্টু মিয়া (৩০) এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকায় ১৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!