খেলা

মা হারালেন ছোট পর্দার ঈশিতা

<![CDATA[

মা হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। জানা গেছে, দীর্ঘ তিন বছর ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন তার মা।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে সোমবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, সাভারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ খবরে শোকাহত ঈশিতার পরিবারসহ মিডিয়াঙ্গনের সবাই।

এদিকে অভিনয় জগৎ থেকে দীর্ঘসময় ধরে আড়ালে আছেন ঈশিতা। নিয়মিত কাজ করছেন না। পরিচিতিটা অভিনেত্রী হলেও তিনি গান-নাচেও পারদর্শী।

আরও পড়ুন: আবারও একসঙ্গে মোশাররফ করিম ও শ্যামল মাওলা

‘নতুন কুঁড়ি’র সেই ঈশিতা পরিণত বয়সে এসে নিজের অভিনয় প্রতিভা ও মডেলিংয়ে দেশের মানুষের মনে জায়গা করে নেন। একসময় যাকে নিয়মিত দেখা যেত টেলিভিশনের পর্দায়, আজ তার উপস্থিতি কম হলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু।

আরও পড়ুন: চরকি কার্নিভ্যালে আজ জমকালো নানা আয়োজন!

তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটকের মধ্যে রয়েছে ‘চক্রবলয়’, ‘দেখা’, ‘সাদা পাতায় কালো দাগ’, ‘থাকা না থাকার মাঝখানে’, ‘কাগজের গল্প’ ইত্যাদি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!