বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর জামিন
<![CDATA[
ফেনীর সোনাগাজীতে সংঘর্ষের ঘটনায় দায়ের করা পুলিশের পৃথক দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জামিন পেয়েছেন।
সোমবার (১০ অক্টোবর ) ফেনী জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আবদুল আউয়াল মিন্টুর আইনজীবীরা জানিয়েছেন, সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ফেনী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরান তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবু তাহের, মেজবাহ উদ্দিন খান, সাহাব উদ্দিন আহমেদ, পার্থপাল চৌধুরী প্রমুখ।
এছাড়া আইনজীবীদের বরাত দিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আবদুল আউয়াল মিন্টুর জামিনের সত্যতা নিশ্চিত করেন।
এর আগে ১ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আবদুল আউয়াল মিন্টুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।
আরও পড়ুন: বিএনপি নেতার বক্তব্যকে ‘অশালীন’ বলছে জামায়াত
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ আগস্ট ফেনীর সোনাগাজীতে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। পরদিন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌরজিত বড়ুয়া ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঈন উদ্দিন বাদী হয়ে আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
দুটি মামলাতেই বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আউয়াল মিন্টুকে আসামি করা হয়। দুটি মামলাতেই বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, ভাঙচুরের অপরাধের ধারা সংযুক্ত করা হয়েছে।
]]>




