আমির হামজার মৃত্যুতে শোকাহত সময় পরিবার
<![CDATA[
সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার আমির হামজার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সময় মিডিয়া লিমিটেড। একইসঙ্গে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আমির হামজা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি রেখে গেছেন তার স্ত্রী ও একমাত্র মেয়ে নাহিয়ানকে।
চিকিৎসকরা জানিয়েছেন, আমির হামজার দুটো কিডনির ৯৫ ভাগ অকেজো হয়ে গিয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
আরও পড়ুন: সময় টিভির গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার আমির হামজা মারা গেছেন
আমির হামজার মরদেহ তার প্রিয় কর্মস্থল সময় টেলিভিশন ভবনের নিচে আনা হবে। সেখানে বাদ এশা তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জে প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি। সবশেষ তিনি সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
]]>




