রাজশাহীতে কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের শপথ বাক্যপাঠ
<![CDATA[
আগামী দিনে দলের কর্মসূচিকে প্রতিরোধ যুদ্ধ আখ্যা দিয়ে সেই যুদ্ধে সবার উপস্থিতি নিশ্চিতে রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের শপথ বাক্যপাঠ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে ভুবন মোহন পার্কে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এই শপথ পাঠ করান।
এর আগে সাম্প্রতিক কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পাঁচ নেতা নিহতের প্রতিবাদ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র্যালি করে জেলা বিএনপি।
বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শোক র্যালি বের করে। নগরীর সাগরপাড়া বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুবন মোহন পার্কে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় দোয়া। দোয়া শেষে হয় শপথ।
আরও পড়ুন: বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হবে: তাপস
শপথ পাঠে বিএনপি নেতারা বলেন, সরকারের দমন পীড়নের রাজনীতি, রাজপথে প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে মোকাবেলা করা হবে। সেই যুদ্ধে সবাইকে শরিক হতে হবে।
শোক র্যালিতে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
]]>




