শেখ এ্যানিকে শেষ শ্রদ্ধা জানাল পিরোজপুরবাসী
<![CDATA[
পিরোজপুর সংরক্ষিত আসনের এমপি শেখ এ্যানি রহমানের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাল পিরোজপুরবাসী।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি), বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এর আগে বেলা ১১টার দিকে হেলিকপ্টারে এ্যানি রহমানের মরদেহ পিরোজপুর জেলা স্টেডিয়ামে আনা হয়। পরে সেখান থেকে গাড়িতে করে পিরোজপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নেয়া হয়।
জানাজার পর তার মরদেহ আবার হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়। বিকেলে ঢাকায় বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: শেখ এ্যানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে মারা যান এ্যানি রহমান।
শেখ এ্যানি রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।
সংসদ সদস্য শেখ এ্যানি রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন তিনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
]]>




