বাংলাদেশ

বিতর্কচর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায়: শিক্ষামন্ত্রী

<![CDATA[

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তা, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। বিতর্কচর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তোলে। বিতর্কচর্চা শুধু পাঠ্যবই নয়, এর বাইরেরও প্রসারতা ও গভীরতা বাড়াতে সহযোগিতা করে। তিনি আরও বলেন, বিতর্ক মানুষকে পরমতসহিষ্ণু হতে শেখায়। বিতর্কের মাধ্যমে সে জানে একই বিষয়কে অনেক দিক থেকে দেখার সুযোগ রয়েছে এবং অনেক ধরনের যুক্তি রয়েছে তার পক্ষে-বিপক্ষে।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন-পূর্ব সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আর তাতে সারা দেশ থেকে এসেছে বিতার্কিকরা। এটি সম্ভবত বিতর্ক উৎসবের সর্ববৃহৎ মিলনমেলা।

মন্ত্রী বলেন, আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিতর্কচর্চা গড়ে উঠুক। যে প্রতিষ্ঠানে বিতর্কচর্চা নেই সেখানে চালু করা হোক। এ ছাড়া মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে আমরা চাই ক্লাবভিত্তিক বিতর্কচর্চা গড়ে উঠবে। বাংলাদেশে এই বিতর্কচর্চার ঐতিহ্য রয়েছে। এ কারণেই উৎসবে দেশসেরা বিতার্কিকরা উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: ইতিবাচক মানুষ হয়ে ওঠার চর্চা ছড়িয়ে দেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মঞ্জুরুল করিম, সাবেক মুখ্য সচিব, কবি কামাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক বিতার্কিক ডা. আবদুল নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজম।

এ বিতর্ক উৎসবের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন, বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম, ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও চাঁদপুর প্রেসক্লাব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!