বাদ পড়ছেন সাব্বির-সাইফুদ্দিন, আসছে একাধিক পরিবর্তন
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের আভাস দিলেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। আইসিসির নিয়ম মেনে ১৫ অক্টোবরের আগে অন্তত দুটি জায়গায় ক্রিকেটার অদল বদল করবে বিসিবি। সেক্ষেত্রে, ভাগ্য খুলে যেতে পারে সৌম্য সরকার এবং শরিফুলের। বাদ পড়ার তালিকায় আছেন সাব্বির রহমান, এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। একাদশে পরীক্ষা-নীরিক্ষা নিয়ে নেতিবাচক কিছু দেখছেন না শ্রীরাম। বরং, বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন খুঁজে পেতে এটা অপরিহার্য ছিল বলেই মন্তব্য তার।
ক্রিকেট দর্শনে একেবারেই বাংলাদেশের ধ্যানধারণার সঙ্গে যান না শ্রীরাম। অস্ট্রেলিয়া, ভারত-শ্রীলঙ্কায় নিজের জাত চেনালেও, এখানে এখনও সমর্থকদের মন জয় করতে পারেননি এ টেকনিক্যাল কনসালটেন্ট। কিন্তু এসব নিয়ে ভাবনা নেই তার। সেট ব্যাটারদের নিয়ে বাংলাদেশে পরীক্ষা নীরিক্ষা চালানো যেখানে অপরাধের সামিল, সেখানে রীতিমতো একাদশটাকে ম্যাজিকেল চেয়ার বানিয়ে ফেলার পরও তাই একেবারেই ভাবলেশহীন টি-টোয়েন্টি বস।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীরাম বলেন, ‘আপনাদের কাছে যেটা পরীক্ষা, আমার কাছে সেটা টিম কম্বিনেশন খোঁজার চেষ্টা। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ক্রিকেটাররা কিভাবে সাড়া দেয়, সেটা দেখতে চেয়েছিলাম। দক্ষিণ আফ্রিকা বা উইন্ডিজের সঙ্গে যে স্কোয়াড খেলবে, ভারতের সঙ্গে তো আমি সেরকম কিছু করব না। সেজন্যই আমাকে এতো চেঞ্জ করতে হয়েছে। কিন্তু, আমার মাথায় এখন একটা পরিষ্কার ছবি দাঁড়িয়ে গেছে।’
আরও পড়ুন: চার ম্যাচে চার ভিন্ন উদ্বোধনী জুটি, ব্যর্থ সবাই
টি-টোয়েন্টির জয়-পরাজয় নিয়েও শ্রীরামের ব্যাখ্যাটা বেশ দারুণ। গতানুগতিক ব্যাটার বা বোলারদের নিয়ে সমালোচনা করতে চান না তিনি। বরং আধুনিক ক্রিকেটে জিততে হলে তার চাওয়া দলের সম্মিলিত প্রচেষ্টা।
শ্রীরাম এ বিষয়ে বলেন, ‘টি-টোয়েন্টির বিষয়টা একেবারে সিম্পল। আপনাকে ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১০ রান করে করতে হবে। আর বোলিংয়ে সেই ১০ রান করে করাটা আটকাতে হবে। এ জন্য আপনার ফিল্ডারদেরও সাহায্য লাগবে। কোন একটি বিভাগে ভালো না করলেও, বাংলাদেশের মতো দলের জেতাটা কঠিন। ছেলেরা যত দ্রুত এটা বুঝবে, আমরা তত সঠিক ট্র্যাকে চলে আসব।’
আরও পড়ুন: ভারতের ভিসা সংক্রান্ত জটিলতা, এনসিএলে খেলবেন মুমিনুলরা
ত্রিদেশীর সিরিজ শেষ। সকল পরীক্ষা-নীরিক্ষার অবসান ঘটেছে। বিশ্ব আসরে কাদের নিয়ে লড়বেন শ্রীরাম, সেটাও নাকি ঠিক করে ফেলেছেন অধিনায়ক আর টিম ডিরেক্টরকে নিয়ে। পুরোটা খোলাসা না করলেও, এই ১৫ জন থেকে যে পরিবর্তন আসছে সেটা অবধারিত।
শ্রীরাম বলেন, ‘আমার মাথায় দুই তিনটা একাদশ রেডি আছে। ক্যাপ্টেন এবং টিম ডিরেক্টরকে নিয়ে আমি এটা সাজিয়েছি। দু’দিন সময় আছে, সেখানে কেউ পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেয়া হবে। তবে, সুযোগ আছে এটা অস্বীকার করছি না।’
গুঞ্জন আছে, সাব্বির রহমানের জায়গায় সৌম্য সরকার এবং এবাদতের স্থলে শরিফুলকে মূল স্কোয়াডে নেয়ার পরিকল্পনা এঁটেছে টিম বাংলাদেশ। তাছাড়া প্রত্যাশার প্রতিফলন ঘটাতে না পারায় বাদ পড়ার তালিকায় আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই- শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।
]]>