কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থীর মৃত্যু
<![CDATA[
দক্ষিণ কম্বোডিয়ায় নদী পার হওয়ার সময় ফেরি ডুবে অন্তত নয়জন শিক্ষার্থী মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।
রাজধানী নমপেনের দক্ষিণ-পূর্বে মেকং নদীতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চার জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমকে জেলা পুলিশ কর্মকর্তা ডিম সমরথ বলেন, দুর্ঘটনার সময় নদী শান্ত ছিল। ফেরিটিতে ১৫ জন যাত্রী ও ক্রু ছিল এবং এতে কোন লাইফ ভেস্ট ছিল না।
পুলিশ জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীরা নদীর পাশেই একটি দ্বীপে বাস করত। তারা আরও জানায়, ফেরীটি ঘাট থেকে প্রায় ৫০ মিটার দূরে যাওয়ার পর পানি প্রবেশ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা হুড়াহুড়ি শুরু করলে ভারসাম্যহীন হয়ে ডুবে যায়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায়-ফেরিডুবিতে-৯-জনের-প্রাণহানি
পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিশুদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি এবং প্রধানমন্ত্রী হুন সেন শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
]]>




