বাংলাদেশ

হ্যারি পটারের ‘হ্যাগ্রিড’ আর নেই

<![CDATA[

বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার প্রতিনিধি বেলিন্ডা রাইট এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। খবর বিবিসি।

বিবৃতিতে তার প্রতিনিধি জানিয়েছেন কোল্ট্রান স্কটল্যান্ডের ফলকির্কের কাছে ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন মারা গিয়েছেন।

বিবৃতিতে কোল্ট্রানকে ‘অনন্য প্রতিভা’ হিসেবে বর্ণনা করেছেন রাইট। তিনি বলেন, ‘হ্যাগ্রিড রূপে কোল্ট্রানকে সম্ভবত কয়েক দশক ধরে সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন একটি চরিত্র যা শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাইকেই সমানভাবে আনন্দ দিয়েছিল। এ কারণে গত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে তার কাছে ভক্তদের অসংখ্য চিঠি আসত।’

রাইট আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তাকে একজন অবিচলিত অনুগত ক্লায়েন্ট হিসেবে মনে রাখব। একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি দারুণ বুদ্ধিমান মানুষ ছিলেন। তাকে অনেক মিস করব।’

আরও পড়ুন: এবার বাস্তবে মহাকাশে পাড়ি দেবেন টম ক্রুজ!

টুইটারে অভিনেতা এবং সম্প্রচারক স্টিফেন ফ্রাই লিখেছেন, ‘এ রকম গভীরতা, শক্তি এবং প্রতিভা: আমরা আমাদের প্রথম টিভি শো আলফ্রেস্কো তৈরি করেছিলাম। বিদায়, বৃদ্ধ বন্ধু, আপনাকে খুব মিস করবো।’

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন কলট্রেনের মৃত্যুকে ‘খুবই দুঃখজনক সংবাদ’ উল্লেখ করে বলেছেন, ‘একজন অভিনেতা হিসেবে তার পরিসীমা এবং গভীরতা ছিল ব্যাপক, চমৎকার কমেডি থেকে শুরু করে কঠিন নাটক পর্যন্ত। আমি মনে করি তার সমস্ত ভূমিকার মধ্যে আমার প্রিয় ছিল ক্র্যাকারে ফিটজ।’

তিনি আইটিভি গোয়েন্দা নাটক ‘ক্র্যাকার’, ‘জেমস বন্ড’ এবং ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’-এও অভিনয় করেছেন।

নাটকে তার অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে বর্ষসেরার তালিকায় কোলট্রেনের নাম উঠেছিল এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে বাফটা স্কটল্যান্ড পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

আরও পড়ুন: ওয়ার্নার বাদ্রার্সের সঙ্গে এক হচ্ছে কার্টুন নেটওয়ার্ক

১৯৭৯ সালে টিভি সিরিজ ‘প্লে ফর টুডে’র মাধ্যমে তার যাত্রা শুরু হলেও বিবিসি টিভি কমেডি সিরিজ ‘এ কিক আপ দ্য এইটিজ’- এ তিনি ব্যাপক খ্যাতি পেয়েছিলেন। যেখানে ট্রেসি উলম্যান, মিরিয়াম মার্গোলস এবং রিক মায়ালও অভিনয় করেছিলেন।

তাকে ১৯৮৩ সালের আইটিভি কমেডি আলফ্রেস্কোতে দেখা গিয়েছে যেখানে স্টিফেন ফ্রাই, এমা থম্পসন, সিওভান রেডমন্ড এবং হিউ লরি অভিনয় করছেন।

১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নিমিত টুটি ফ্রুটিতে একটি প্রধান চরিত্রে তাকে দেখা যায়, যেখানে এমা থম্পসন এবং রিচার্ড উইলসনও অভিনয় করেছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!