‘নিপীড়ক’ সাজিদের পাশে বিতর্কিত রাখি সাওয়ান্ত!
<![CDATA[
বলিউডের একসময়ের জনপ্রিয় পরিচালক ছিলেন সাজিদ খান। তবে চারিত্রিক স্খলনের কারণে ধীরে ধীরে যেন নিজের অবস্থানকে আলগা করে দিয়েছেন তিনি। গত ৪ বছর ধরে ভোগ করছেন সেই শাস্তিও। আর তাই হয়তো হৃদয়ভারাক্রান্ত হয়ে উঠেছে বলিউডের আরেক বিতর্কিত রানি রাখি সাওয়ান্তের।
পহেলা অক্টোবর থেকে ‘বিগ বস’ এর পর্ব শুরু হওয়ার পর আবারও আলোচনায় আসনে সাজিদ। কেননা এবারের পর্বে প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন তিনি।
বিগ বসের প্ল্যাটফর্ম সাজিদের সঙ্গে ভাগাভাগি হওয়ায় অনেকেই এ বিষয়কে প্রশ্নবিদ্ধ করেন। এমন এক কুরুচিপূর্ণ ব্যক্তিকে কীভাবে বিগ বসে আনা হয় তা নিয়েও জল ঘোলা কম নেই।
আরও পড়ুন: জন্মের পর হাসপাতালেই বদল করা হয় রানি মুখার্জীকে!
বিষয়টি নিয়ে আপত্তি করেছেন দিল্লি নারী কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে একটি চিঠিও লিখেছিলেন। যেখানে আবেদন করে বলা হয়েছে, এই পরিচালককে বিগ বসের ঘর থেকে বের করে দেয়া হোক। আর তারপর থেকে স্বাতী পেয়েছেন একাধিক ধর্ষণের হুমকি।
সাজিদ খান বলিউডেরই আরেক জনপ্রিয় পরিচালক ফারাহ খানের ভাই হন। ফারাহ খান আবার বলিউড কিং খানের ঘনিষ্ঠ বান্ধবী। এমন পরিবারের সাজিদের নামে একটি দুটি নয়, শারীরিক হেনস্তার অভিযোগ মিডিয়ায় প্রকাশ পেয়েছে ১৪ টিরও বেশি। মিডিয়ার বাইরে আরও কত রয়েছে তা শুধু স্বয়ং সাজিদই বলতে পারবে।
তার এই কুরুচি সম্পর্কে বিশদভাবে জানা যায় ‘মি টু’ আন্দোলনের মাধ্যমে। যে আন্দোলনে সময় ব়্যাচেল হোয়াইট, করিশমা উপাধ্যায়, সিমরন সুরি ও সলোনি চোপড়ার মতো একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন। যাদের অভিযোগের ভিত্তিতে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি গঠন করে ‘আইএফটিডিএ’।
সাজিদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের ভিত্তিতে তদন্ত করে কমিটি এর সত্যতা খুঁজে পায়। যার কারণে সাজিদকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়। ‘হাউসফুল ৪’ সিনেমার পরিচালনার দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে।
যখন পরিস্থিতি ঠিক তখন শারীরিক হেনস্তার শিকার সেসব নারীর পাশে না দাঁড়িয়ে রাখি এখন দাঁড়িয়েছে সাজিদের পাশে। এ বিষয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
যেখানে আইটেম সংয়ের এই হট গার্ল বলেছেন, সাজিদ এমনিতে খারাপ মানুষ নয়। একটা ভুল করে ফেলেছে। তার জন্য শাস্তিও পেয়েছে। এবার তো ওকে একটু ঘুরে দাঁড়াতে দিন, প্লিজ। আর তা না হলে সাজিদ আত্মহত্যা করতে পারে। সেটা কি ঠিক হবে! সাজিদের সম্পর্কে এসব বলতে বলতে কেঁদেই ফেলেন রাখি।
আরও পড়ুন: এবার সালমানের প্রেমে পূজা!
তিনি আরও বলেন, সাজিদকে বিগ বস-এ প্রতিযোগী করায় যারা প্রশ্ন তুলেছেন তারা কি জানেন না, ওই শোয়ে বিতর্কিত তারকাদেরও প্রতিযোগী করা হয়। সে হিসেবে সাজিদও এই টিভি শোয়ে অংশগ্রহণ করতে পারে। কখনও যদি তিনি সেই শোয়ে যান, তবে এসব হেনস্তায় সত্যি কি সাজিদ জড়িত? এমন প্রশ্ন সরাসরি সাজিদকে জিজ্ঞাস করবেন বলেও জানান। রাখি সাওয়ান্তের এমন মন্তব্যে নেটিজেনদের অভিমত, বলিউডের সত্যি তিনি যেন এক মিরচি গার্ল!
সূত্র: সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস
]]>