বিনোদন

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, পর্দা উঠছে রোববার

<![CDATA[

বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তবে এই সংস্করণে অস্ট্রেলিয়ায় এটি প্রথম আসর। রোববার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

প্রথম রাউন্ড দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ২২ অক্টোবর সুপার টুয়েলভ দিয়ে মূল লড়াই শুরু করবে দলগুলো। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০২০ সালের আসরটি পিছিয়ে এ বছর বসছে।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশ চূড়ান্ত

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্বান্ত অনুযায়ী, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু করোনার কারণে ২০২০ সালের আসরটি না হওয়ায় আইসিসি সিদ্বান্ত নেয় এক বছর আগেই, অর্থাৎ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া।

গেল বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয়নি। করোনার প্রকোপে ভারত থেকে সরিয়ে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। যদিও আসরের আয়োজক ছিল ভারতই। এক বছরের ব্যবধানে আবারও পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের।

এবারের বিশ্বকাপে মোট ১৬ দল অংশ নিচ্ছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে স্থান পাওয়া ১২টি দলই এবারের বিশ্বকাপে সরাসরি খেলবে। তবে ওই ১২টি দলের মধ্যে আটটি দল ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিং-এ এগিয়ে থাকার সুবাদে এবারও সরাসরি সুপার টুয়েলভে খেলছে।

আরও পড়ুন: সুপার টুয়েলভের পথ কতটা সহজ শ্রীলঙ্কার জন্য?

সুপার টুয়েলভে খেলা দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারত। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ডকে এবার প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে। বাছাই পর্ব থেকে সুযোগ পাওয়া চারটি দল হলো- আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

এবারের বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪২টি ম্যাচ হবে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে। বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। খেলা হবে অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যুতে- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, অ্যাডিলেড ওভাল, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, ব্রিজবেন, জিলংয়ের কারদিনিয়া পার্ক, হোবার্টের বেলেরিভ ওভাল ও পার্থ স্টেডিয়াম।

সূত্র: বাসস

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!