সৌদিকে শাস্তি দেয়ার প্রক্রিয়া জানালেন মার্কিন আইন প্রণেতারা
<![CDATA[
সৌদিকে কিভাবে শাস্তি দেয়া হবে তার প্রক্রিয়া জানালেন মার্কিন আইন প্রণেতারা। তেল উৎপাদন কমানোর শাস্তি হিসেবে সৌদি আরব থেকে মার্কিন অস্ত্র প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি।
বৃহস্পতিবার(১৩ অক্টোবর) ক্রিস মারফি জানান, কয়েক বছর ধরে, মার্কিন সামরিক বাহিনী সৌদি আরবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েন করেছে যাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে তেলের অবকাঠামো রক্ষা করা যায়।
এখন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সৌদি থেকে সরিয়ে পোল্যান্ড এবং রোমানিয়ার মতো পূর্বদিকের ন্যাটো মিত্রদের শক্তিশালী করার জন্য মোতায়েন করা উচিত। অথবা আমাদের ইউক্রেনীয় অংশীদারদের কাছে হস্তান্তর করা উচিত।
মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য মারফি যিনি পূর্বে ‘সৌদি আরবকে নতুন সামরিক সহায়তা স্থগিত করার’ আহ্বানকে সমর্থন করেছিলেন এবং সৌদি আরবের কাছে অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল(এমরাম) বিক্রয় স্থগিত করার আহ্বান জানিয়েছেন। মার্কিন সরকার গত বছর ৬৫ কোটি ডলারে ১৮৯টি ‘এমরাম’ ক্ষেপণাস্ত্র রিয়াদের কাছে বিক্রির জন্যে অনুমোদন দিয়েছিল।
ওয়াশিংটন কয়েক মাস ধরে তেলের উৎপাদন বাড়াতে রিয়াদকে অনুরোধ করে আসছে। তারা যুক্তি দেখিয়েছে তাতে তেলের কম দাম রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করবে ও ইউক্রেনে সামরিক অভিযানে অর্থায়ন করা মস্কোর জন্যে কঠিন হবে।
তবে ওপেক প্লাস গ্রুপ বুধবার (১২ অক্টোবর) নভেম্বর থেকে শুরু করে দিনে দুই মিলিয়ন ব্যারেল তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এই ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছে।
আরও পড়ুন: ইউক্রেনকে-৪০০-মিলিয়ন-ডলার-সহায়তা-দিচ্ছে-সৌদি-আরব
এদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রধান মিত্র রিয়াদের নেতৃত্বে এই পদক্ষেপ ‘যুক্তরাষ্ট্রের মুখে একটি সত্যিকারের চড় দিল’। তিনি আরও জানান, আমি বিশ্বাস করি এটি সৌদিদের দ্বারা সম্পূর্ণ ভুল পদক্ষেপ। এখনও সিদ্ধান্তটি ফিরিয়ে নেয়ার এখনও সময় আছে।
রো খান্না সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন। এর আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তেল উৎপাদন কমানো ওপেক প্লাস সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল। তবে রো খান্না বলছেন, ‘বাস্তবতা হল তারা যা করছে তার জন্য কোনো অর্থনৈতিক কারণ নেই।’
‘এটি আমেরিকানদের জন্য শাস্তিমূলক ছিল । সেই সঙ্গে পুতিনকে সহায়তা জন্যে করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রো খান্না উস্মা প্রকাশ করে বলেন ‘এখন আমাদের উচিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থগিত করা’, যোগ করেন রো খান্না।
]]>