পুংলী নদীতে নৌকাবাইচ দেখতে অর্ধলক্ষাধিক মানুষের ভিড়
<![CDATA[
টাঙ্গাইলের কালিহাতির পুংলী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) ওই নদীপাড়ে নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী অর্ধলক্ষাধিক মানুষ ভিড় করেন বলে জানা গেছে।
জানা গেছে, নৌকাবাইচ উপলক্ষে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পরেই ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে নদীর উভয় পাড়ে জড়ো হয় নানা বয়সী বিনোদন প্রেমী নারী পুরুষ। এই নৌকাবাইচ প্রতিযোগিতায় অন্য বছরের মতো এবারও বিভিন্ন জেলা উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী নৌকা নিয়ে অংশগ্রহণ করেছেন। লক্ষাধিক মানুষের এমন সমাগম দেখে প্রতিযোগী মাঝিমাল্লারাও নেচে গেয়ে দর্শনার্থীদের মুগ্ধ করার চেষ্টা করেন। আর এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন নৌকাবাইচ দেখতে আসা বিনোদন প্রেমী মানুষজন।
কালিহাতি তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। এখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
আরও পড়ুন: পাগলাবাবা ও জামাই-শ্বশুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
আয়োজক কমিটির সদস্য হাফিজুর রহমান জানান, প্রতি বছরই এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে।
এদিকে স্থানীয় সংসদ সদস্য ও নৌকাবাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি হাসান ইমাম খান সোহেল হাজারী জানান ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং সুস্থ বিনোদনের লক্ষেই প্রতিবছরের মতো এবারও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে।
নৌকাবাইচে প্রায় অর্ধশতাধিক নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নিয়েছেন। এতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে।
]]>




