টটেনহ্যামের জয়ের দিনে দুঃসংবাদ ব্রাজিলের জন্য
<![CDATA[
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। শনিবার (১৫ অক্টোবর) নিজেদের মাঠে তারা ২-০ ব্যবধানে হারিয়েছে এভারটনকে। দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া ম্যাচের শেষের দিকে পিয়েরে হজেবার্গের গোলে জয় নিশ্চিত করে। এদিকে, নিজের সাবেক দলের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।
আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের হার ভুলে প্রিমিয়ার লিগে ফের জয়রথ ছোটাচ্ছে টটেনহ্যাম। এই নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল স্পার্স। এই জয়ে ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থান সুসংহত করল অ্যান্তনিও কন্তের দল। তবে জয়ের দিনে দুঃসংবাদ হয়ে এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের চোট।
টটেনহ্যাম স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্পার্স। বল দখল কিংবা আক্রমণ, সবক্ষেত্রেই বড় ব্যবধানে এগিয়ে ছিল তারা। তবে প্রথমার্ধে গোলের বড় সুযোগ পেয়েছিল সফরকারী এভারটনই। স্পার্সের ফরাসি গোলরক্ষক লরিসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন ডেমারাই গ্রে ও আমাদু ওনানা।
আরও পড়ুন:অনেকে তো ৭০০ ম্যাচও খেলতে পারে না: টেন হ্যাগ
দ্বিতীয়ার্ধে অবশ্য কন্তের দলের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি এভারটন। ৫৯ মিনিটে হ্যারি কেইনকে ডি-বক্সে ফাউল করে বসেন এভারটনের ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে দলকে লিড এনে দেন দলীয় অধিনায়ক হ্যারি কেইন। লিগে দশম ম্যাচে এটি তার নবম গোল।
গোল পাওয়ার পর ম্যাচ বাকি সময় টটেনহ্যামের নিয়ন্ত্রণেই ছিল। এ সময়ে বেশ কয়টি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় তারা। অবশেষে ৮৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। ডেনিশ মিডফিল্ডার পিয়েরে এমিল হজেবার্গ দলের হয়ে লিড দ্বিগুণ করেন।
এই জয়ে ১০ ম্যাচে ৭ জয়, ২ ড্র ও আর্সেনালের বিপক্ষে একমাত্র হারে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল কন্তের দল। অন্যদিকে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে এভারটন।
আরও পড়ুন:ব্রাজিল তারকার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার
এদিকে এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। এই চোটে অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপ খেলা। নিজের সাবেক দলের বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলিয়ান গণমাধ্যম ইএসপিএন ব্রাসিলকে বলেন, ‘এটা বলা কঠিন,এটা আমার স্বপ্নের কাছাকাছি।এর আগেও আমি একই ধরনের আঘাত ভোগ করেছি,যার ফলে দুই মাস মাঠের বাহিরে ছিলাম।আগামীকাল আমার একটা পরীক্ষা করব,কিন্তু এমনকি এখন হাঁটতেও ব্যাথা হচ্ছে। তারপরও আমাকে কাতার যাওয়ার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে।’
বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফের মাঠে নামবে টটেনহ্যাম। অন্যদিকে, এভারটনের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
]]>




