বাংলাদেশ

তদবির করে দলে ঢুকেছিলেন সাব্বির!

<![CDATA[

টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত ওপেনারদের ব্যর্থতার কারণে ‘মেকশিফট’ ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু চার ম্যাচ খেলে একটিতেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তিন বছর পর দলে ফেরা এ ব্যাটসম্যান। চার ম্যাচে সব মিলিয়ে তার রান ২৯। সর্বোচ্চ ১৪। অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষেও টিম ম্যানেজমেন্ট সাফল্য না পেয়ে আবার নিয়মিত ওপেনারেই ফিরে গেছে। যার কারণে কপাল পুড়েছে তার। কিন্তু এর মধ্যেই জানা গেল, তদবির করে নাকি দলে ঢুকেছিলেন সাব্বির। একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

মেধার শূন্যতা কখনোই চাপা থাকে না। আর তাই, এবার যেন চরম শিক্ষাটাই পেলেন সাব্বির রহমান। এই ব্যাটসম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর থেকে জাতীয় দলে ফিরতে লবিং করেছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা গেছে, নির্বাচকদের কাছে টানা ধরনা দিয়ে ব্যর্থ হন সাব্বির। একপর্যায়ে একজন পরিচালকের দ্বারস্থ কান্নাকাটি করে তার মন জয় করে নেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত জাতীয় দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সাব্বিরকে দলে ঢুকান ওই পরিচালক!

যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের জানান, এশিয়া কাপ শুরুর আগে একজন খেলোয়াড়কে নির্দিষ্ট পজিশনে ফিট করার পরিকল্পনা ছিল পরামর্শকের। এ কারণে সাব্বিরকে খেলানোর পরিকল্পনা ছিল।

তিনি বলেন, একজন খেলোয়াড়ের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেটি থেকে চোখ ফেরানো যায় না। এখানে সচেতন হতে হবে। কারণ এখানে ওভারগুলো খুব দ্রুত শেষ হয়। এখানে আত্মমূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সাকিবদের জন্য নতুন কী চ্যালেঞ্জ

কিন্তু কিন্তু কেঁদে-কেটে লবিং করেও শেষ পর্যন্ত লাভ হলো না। এশিয়া কাপ, দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজে টানা ব্যর্থ হন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। আর তাই, সাব্বির রহমানের পারফরম্যান্সে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট না হওয়ায় বাদ পড়েন।

নাম গোপন রাখার শর্তে জাতীয় দল সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ‘যেভাবেই হোক, জাতীয় দলে একটা সুযোগ দেয়া হয়েছিল সাব্বিরকে। এটা কাজে লাগাতে পারত সে। টানা চার ম্যাচ খেলে রান তো করেইনি, উল্টো মিস ফিল্ডিং করে হাসতে দেখেছি। উল্টো টিকটক বানিয়ে হাসিঠাট্টার পাত্র হয়েছে। সোজা পথে দলে আসেনি তো, তাই মূল্যটা বুঝতে পারেনি। এভাবে কাউকে দলে নেয়া ঠিক না। শুধু শুধুই বিশ্বকাপ দলে নেয়া হয়েছিল তাকে।’

অবশেষে চূড়ান্ত স্কোয়ার্ড থেকে বাদ পড়ে মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে দেশে ফিরে এলেন সাব্বির। অস্ট্রেলিয়ার বিমানে না চড়ে শনিবার (১৫ অক্টোবর) রাতে তারা ফেরেন ঢাকায়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!