খেলা

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে হাতাহাতি

<![CDATA[

যেখানে নিরাপদ খাদ্য ও খাদ্যের প্রাপ্যতা নিয়ে হয়েছে গঠনমূলক আলোচনা, সেখানে পরক্ষণে হয়েছে খাবার নিয়ে হাতাহাতি। এতে করে অনেকেই অবাক হয়েছেন এবং বলেছেন, এটি কোনোভাবেই প্রত্যাশা করা যায় না।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘বিশ্ব খাদ্য দিবস-২০২২’ উদ্‌যাপন অনুষ্ঠানের কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপদ খাদ্য ও খাদ্যের প্রাপ্যতা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

তবে আলোচনা ও বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শেষে বের হতে গিয়ে দেখা যায় জটলা। যেখানে খাবার পাওয়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হতে দেখা যায়। হাতাহাতির এক পর্যায়ে দায়িত্বে থাকা এক কর্মকর্তা খাবার নিতে আসা অতিথিদের উদ্দেশে বলেন, ‘খাবারে হাত দেবেন না। আপনাদের আমি পুলিশে দেব।’

আরও পড়ুন: ‘খাবার আছে কিন্তু টাকা নেই’

অনুষ্ঠানে আসা অতিথি, গণমাধ্যমকর্মীসহ অনেকেই খাবার না পেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। খাবার পাওয়া, না পাওয়া নিয়ে এমন চিত্রে অনেকে অবাক হন। কেউ কেউ মনে করেন বিশ্ব খাদ্য দিবসের প্রোগ্রামেই যদি খাবার নিয়ে এমন হাতাহাতি হয়, তাহলে বিষয়টি খুবই নেতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে এ অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি প্রমুখ।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!