নরসিংদীতে জেলা পরিষদের চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী
<![CDATA[
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নরসিংদী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে জয় লাভ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনির হোসেন ভুঁইয়া।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। নির্বাচনে আনারস প্রতীকে ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনির হোসেন ভুঁইয়া। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া কাপ-পিরিচ প্রতীকে ৩৫০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এ ছাড়াও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২১ ভোট।
নির্বাচনে ৩টি পদের বিপরীতে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্যপদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জনসহ মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১ হাজার ৩ জন ভোটারের মধ্যে ৯৯৪ জন ভোট দেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়।
আরও পড়ুন: জেলা পরিষদ নির্বাচন /কক্সবাজারে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়
৬ উপজেলায় ৬টি ভোটকেন্দ্রে মোট ১৩টি বুথ স্থাপন করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকায় র্যাব, বিজিবি, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ আসেনি।’
]]>