বিনোদন
বেনজেমার হাতে উঠল ব্যালন ডি’অর
<![CDATA[
এ বছর কে পাচ্ছেন ব্যালন ডি’অর, ফলাফল আগেই জানা ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে সে ঘোষণাও চলে আসল। ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ‘ব্যালন ডি’অর’ প্রথমবারের মতো উঠেছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমার হাতে।
প্যারিসের চ্যাটেলেট থিয়েটারে সোমবার (১৭ অক্টোবর) রাতে ফ্রান্স ফুটবলের পক্ষে তার হাতে পুরস্কারটি তুলে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও কোচ জিনেদিন জিদান। বর্ষসেরা ফুটবলারের দৌড়ে বেনজেমা ভোটে পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইনা, রবার্ট লেভানদোভস্কি ও সাদিও মানেকে।
বিস্তারিত আসছে…
]]>




