রাজধানীতে চলন্ত বাস থেকে ফেলে হত্যা, চালক-হেলপার কারাগারে
<![CDATA[
রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় গ্রেফতার বাসচালক মো. শাহ আলম ও হেলপার মোহনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুর রহমান আসামিদের হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত রোববার (১৬ অক্টোবর) একই মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবু সায়েম গত শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিল থেকে ৮ নম্বর বাসে যাত্রাবাড়ীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। পরে তিনি যখন যাত্রাবাড়ীতে নামছিলেন তখন হেলপার তাকে ধাক্কা দেয়। এতে সায়েম বাসের চাকার নিচে চলে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : হেলপারের ধাক্কায় বাসের চাকায় পিষ্ট যুবক
এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের ভাই যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মুরাদের বড় ভাই আবু সাদাত অভিযোগ করেন, মুরাদ মতিঝিলে একটি বায়িং হাউসে চাকরি করেন। বিকেলে তিনি ৮ নম্বর বাসে করে মতিঝিল থেকে যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন।
শহীদ ফারুক রোডের টনি টাওয়ারের বিপরীত পাশের ২০২/২/এ নম্বর নিজ বাড়িতে থাকতেন অবিবাহিত মুরাদ। দুই ভাই দুই বোনের মধ্যে মুরাদ ছিলেন তৃতীয়।
]]>