বাংলাদেশ

‘আ.লীগ অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়’

<![CDATA[

আওয়ামী লীগ কখনো অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগ নিজেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে অনেক শক্তিশালী একটি দল বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের  সামনে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

বর্তমান সরকার ২০৪১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। যতদিন জনগণ চাইবে, ততদিন আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকবে। এতে অন্যের মাথাব্যথা হওয়া বা মনের জ্বালা হওয়া বা কষ্ট হওয়ার কোনো কারণ নেই।

বিএনপির জনস্রোত দেখে ভয়ে কাঁপছে আওয়ামী লীগ–বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশের মানুষের মুক্তির আন্দোলনের জন্য। তখন থেকেই আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করে সভা-সমাবেশ করে এ পর্যায়ে এসেছে। সেই আওয়ামী লীগ সভা-সমাবেশ দেখে বিচলিত হওয়ার দল এই কথা যারা বলে তাদের আসলে হাস্যকর চিন্তাচেতনা ছাড়া আর বলার কিছু নেই।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দেশ আজ দুর্ভিক্ষের পথে: ফখরুল

হানিফ আরও বলেন, আওয়ামী লীগ কখনো অন্য সংগঠনের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়। আওয়ামী লীগ নিজেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। এই শেকড় সহজে যেমন উপড়ানো যায় না। আওয়ামী লীগের মতো একটা বটগাছকে ছোটখাটো দু-একটা ধাক্কা দিয়ে কিছু করা যায় না।

নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, দেশে জালিয়াতির নির্বাচন করেছে বিএনপি। এই দেশে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসেছে।

হানিফ আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র সাড়ে ৯ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে ছোট্ট শিশু শেখ রাসেলকেও প্রাণ দিতে হয়েছিল। শিশুরা হচ্ছে ফুলের বাগানের মতো। শিশুদের মন থাকে কোমল। সেই কোমল মনের হৃদয়ে শেখ রাসেলকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ দেশে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে যাবে–এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!