বিনোদন

বন্যায় ডুবে থাকা শহরে যাতায়াতে ভরসা অদ্ভুত মোটরসাইকেল ট্যাক্সি

<![CDATA[

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে ৩৭ কিলোমিটার উত্তরে অবস্থিত হাগুনুই শহর। এটি উপকূলে অবস্থিত হওয়ায় প্রায়ই জোয়ারের সময় নিকটবর্তী ম্যানিলা উপসাগর এবং পার্শ্ববর্তী নদীর পানিতে প্লাবিত হয়। এ সময় শহরটির রাস্তায় গাড়িসহ অন্যান্য যানবাহনের চলাচলের উপায় থাকে না।

বন্যার কারণে যখন তখন রাস্তাঘাট হাঁটুপানিতে তলিয়ে থাকার কারণে চলাফেরায় মারাত্মক অসুবিধার সম্মুখীন হন স্থানীয় বাসিন্দারা। তাদের জন্য পোশাক না ভিজিয়ে চলাফেরা করাই দুষ্কর হয়ে পড়ে। বিশেষ করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন কর্মজীবী নারী ও স্কুলগামী শিশুরা।

তবে তাদের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে সেখানকার একধরনের মোটরসাইকেল ট্যাক্সি। মোটরসাইকেল ট্যাক্সিগুলোর চাকাকে এমনভাবে উঁচু করা হয়, যেন বন্যার মধ্যেই সেগুলোকে সহজে চালানো যায়। এভাবে মডিফাই করার মাধ্যমে মোটরসাইকেল ট্যাক্সিগুলোকে প্রায় এক মিটার উঁচু করে নিয়েছেন এর চালকরা।

এ শহরে ১০ বছর ধরে মোটরসাইকেল ট্যাক্সি চালান রাসেল লোপেজ। সাধারণত প্রতি ট্রিপে একজন যাত্রীর থেকে ৪০ পেসো বা বাংলাদেশি টাকায় ৭০ টাকার মতো নেন তিনি। এভাবে গড়ে দিনে তার আয় হয় ৯০০ থেকে ১ হাজার টাকা।

সাধারণ মোটরসাইকেল ট্যাক্সির থেকে অবশ্য এ ধরনের মডিফাইড ট্যাক্সির যাত্রীদের কাছে ভাড়া একটু বেশিই নেয়া হয়। তবে লোপেজের দাবি, বাইকগুলোকে বন্যায় চলাচলের উপযোগী করতে এতে বাড়তি কিছু খরচ করতে হয়। তা ছাড়া নোনা পানিতে যন্ত্রপাতি দ্রুত ক্ষয় হয়।

আরও পড়ুন: ইউরোপে এলএনজি বিক্রি বন্ধ করেছে চীন

স্থানীয় গ্রামপ্রধান আভেলিনো সান হুয়ান বলেন, এ বসতিতে জোয়ারের সময় নিয়মিতই বন্যা হয়। তবে কয়েক বছর ধরে নদীতে ময়লা ফেলার কারণে নদীর গভীরতা কমে যাওয়ায় জোয়ারের পানি নামতে সময় বেশি লাগে।

এ বিষয়ে স্থানীয় সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উত্তরণ ঘটাতে তারা নদী খননের পরিকল্পনা করছেন।

তবে পরিস্থিতি না বদলানো অবধি স্থানীয় অধিবাসীদের জোয়ারের বন্যার সময় উঁচু চাকা লাগানো মোটরসাইকেল ট্যাক্সির ওপরই নির্ভর করতে হচ্ছে।

আপাতত তাই মোটরসাইকেল ট্যাক্সিতেই পরিত্রাণ দেখছেন স্থানীয় কর্মজীবী নারী লিলিবেথ আলভারো।

তিনি বলেন, ‘এ মোটরসাইকেল ট্যাক্সিগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের মতো কর্মজীবীদের জন্য। বিকেলের মধ্যে বন্যার পানি না নেমে গেলে আমরা যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়ি। তখন আমাদের এ মডিফাইড মোটরসাইকেল ট্যাক্সিগুলোর প্রয়োজন হয়।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!