মাদারীপুরে শসাচাষির লাখ টাকা ক্ষতি
<![CDATA[
মাদারীপুরে এক কৃষকের দুই বিঘা শসাক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোরে মাদারীপুর সদর উপজেলার চৌহদ্দি গ্রামের কৃষক শ্যামল সরকারের জমিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। শ্যামল সরকার ওই গ্রামের আদিত্য কুমার সরকারের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, এলাকার ১৫ জন যুবক নিয়ে প্রায় তিন বছর ধরে শসা চাষ করছেন। মাস তিনেক আগে নতুন করে আরও দুই বিঘা জমিতে শসা চাষ শুরু করেন। এরই মধ্যে গাছে ফল ধরতে শুরু করেছে।
সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে পরিচর্যা শেষে বাড়ি চলে যান শ্যামল ও তার কর্মীরা। মঙ্গলবার সকালে ক্ষেতে এসে দেখতে পান শসাগাছের মাথা কাটা। এতে হতাশ হয়ে পড়েন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের শাস্তির দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক।
আরও পড়ুন: বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু
খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
]]>




