খেলা

ব্রেস্ট ক্যানসার সচেতনতায় ‘পিংক ডে’ পালন

<![CDATA[

গ্লানি মোছার শপথ নিয়ে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে ‘পিংক ডে’ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যু।

ব্রেস্ট ক্যানসার একটি মরণব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রাণঘাতী ব্রেস্ট ক্যানসারের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৭ হাজার নারী, অর্থাৎ প্রতিদিন ১৯ জন মারা যাচ্ছেন। শুধু সচেতনতাই এ মৃত্যুহার অনেকটা কমিয়ে আনতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে এ রোগে সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ।

বিশ্বব্যাপী প্রতিবছর অক্টোবর মাসটিকে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়, যা ‘পিংক অক্টোবর’ হিসেবেও অবহিত করা হয়ে থাকে। যার মূল প্রতিপাদ্য হচ্ছে, ব্রেস্ট ক্যানসারবিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা। 

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যু বেশ কয়েক বছর ধরেই ব্রেস্ট ক্যানসার সচেতনতা ও শনাক্তকরণে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এ কার্যক্রমে এ বছর বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং ওয়েসিস সম্পৃক্ত হয়েছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজকরা চলতি বছর অক্টোবর মাসের ১৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার ‘পিংক ডে’ হিসেবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়। যার মূল প্রতিপাদ্য হচ্ছে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়া।

আরও পড়ুন: হজ ফিন্যান্সের ঋণ বা সঞ্চয়ের কিস্তি দেয়া যাবে ‘নগদ’-এ

এরই লক্ষ্যে এমজিআইয়ের সব কর্মকর্তা ও কর্মচারী পিংক টি-শার্ট পরিধানের মাধ্যমে দিনটিকে ‘পিংক ডে’ হিসেবে উদ্‌যাপন করেছেন। সেই সঙ্গে ‘পিংক ডে’-র সচেতনতার বার্তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে এমজিআইয়ের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। একই সঙ্গে নিজ নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ছবি ও পোস্ট শেয়ার করেন তাদের অনেকেই।

এ ছাড়া ‘পিংক ডে’ উদ্‌যাপনে একাত্মতা প্রকাশ করে গ্রামীণফোন, এশিয়াটিক থ্রিসিক্সটি, গ্রে গ্রুপসহ অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তারাও তাদের নিজ নিজ কর্মস্থলে পিংক টি-শার্ট পরিধান করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং ওয়েসিস ফ্রেশ টিস্যুর এ মানবিক উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এর আগে ‘মুছে যাক গ্লানি’ ক্যাম্পেইনের সঙ্গে নিজেদের শমিল হওয়ার কথা জানিয়ে নিজ নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওবার্তা পোস্ট করেন এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপারসন সারা যাকের, গ্রে গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং পার্টনার এবং কান্ট্রি হেড গাউসুল আলম শাওন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ অনেকে।

এ ছাড়াও ফ্রেশ টিস্যুর অফিশিয়াল ফেসবুক পেজে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে অক্টোবর মাসের শুরুতে একটি বিশেষ ওভিসি পোস্ট করা হয়। সমাজ থেকে ব্রেস্ট ক্যানসারের গ্লানি মোছার শপথে ফ্রেশ টিস্যুর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!