বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংলিশ তারকা
<![CDATA[
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের রিস টপলি। বাম পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন এই পেসার। তার বদলি হিসেবে রিজার্ভ থেকে তাইমাল মিলসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। খবর ক্রিকবাজের।
পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচকে সামনে রেখে অনুশীলনে চোট পেয়েছেন টপলি। এরপর স্ক্যান করানোর পর জানা যায়, তিনি এই বিশ্বকাপে খেলতে পারবে না। এর আগে বেশ কয়েকবার কোমরের ইনজুরিতে পড়েছিলেন তিনি।
আরও পড়ুন: আফ্রিদির বলে আঘাত পেয়ে হাসপাতালে গুরবাজ
টি-টোয়েন্টিতে ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল টপলির। এ পর্যন্ত ২২ ম্যাচে তিনি শিকার করেছেন ২২ উইকেট। দেশের হয়ে ২০টি ওয়ানডেও খেলেছেন এই তারকা। অন্যদিকে তার বদলি মিলস ২০১৬ সালে প্রথমবার ইংল্যান্ডের হয়ে খেলেন। ১৩ ম্যাচে মিলসের শিকার ১২ উইকেট। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১৫ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বড় সুখবর পেলেন সাকিব
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
জস বাটলার, ফিলিপ সল্ট, আলেক্স হেলস, দাওভিদ মালান, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, বেন স্টোকস, স্যাম কুরান, ডেভিড উইলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড ও তাইমাল মিলস।
]]>




