আসছে মিনারের ‘মেঘে ভাসা দিন’
<![CDATA[
কখনও ‘কারণে অকারণে’, ‘দেয়ালে দেয়ালে’ কিংবা ‘কেউ কথা রাখেনি’, ‘ঝুম’, ‘আহারে’সহ অসংখ্যা দর্শকপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের কাছে প্রিয় হয়ে উঠেছেন মিনার রহমান। তার গানে রয়েছে এক উন্মাদনা। তার গান কখনও ভাবায়, কখনও কাঁদায় আবার ভালোবাসতেও শিখায়।
মিনার রহমানের গান নিয়ে ভক্তদের মাঝে সবসময়ই থাকে উচ্ছ্বাস। প্রায় মাস ছয়েক আগে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন ‘সাগরের তীরে’ শিরোনামের গান। এরপর আবার তিনি ফিরছেন নতুন গান নিয়ে। যার শিরোনাম ‘মেঘে ভাসা দিন’।
বৃহস্পতিবার (২০ অক্টোবর), সন্ধ্যা ৭টায় জেড মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।
আমজাদ হোসেনের সংগীতায়োজনে গানটির সুর ও সংগীত করেছেন মিনার রহমান নিজেই। গানটি লেখার পাশাপাশি এর ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।
আরও পড়ুন:বিশ্বকাপে বাড়তি উন্মাদনা এনেছে যে গানগুলো
গানটির দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা ও সাভারের ফিল্মভ্যালিতে। ভিডিওতে মডেল হয়েছেন, নাজিমউদ্দিন তামুর এবং পাপড়ি পায়েল।
]]>




