বিয়ে করছেন আদিত্য?
<![CDATA[
শুরু হচ্ছে বিয়ের মৌসুম। চলতি বছর বেশ কিছু তারকা বিয়ের পাট চুকিয়েছেন। এবার নাকি বিয়ের পর্ব সারতে চাচ্ছেন বলিউড তারকা আদিত্য কাপুর।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রযোজক রমেশ তৌরানির পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের কিছু তারকা। সেই তালিকায় আদিত্য ছাড়াও ছিলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, শিল্পা শেঠি, রাকুল প্রীত সিং, নোরা ফতেহি, চিত্রাঙ্গদা সিংহ প্রমুখ। আর এই পার্টিতে মিলেছে আদিত্যর বিয়ের ইঙ্গিত।
পার্টিতে হাজির ছিলেন পরিচালক ডেভিড ধবন ও তার স্ত্রী। পরিচালক ডেভিড ধবন সেই পার্টিতে আদিত্যকে বলেন, ‘চিরকুমার’। উত্তরে আদিত্য হসে বলেন, ‘আশা করি আমাকে সারা জীবন চিরকুমার থাকতে হবে না! সে সময় ডেভিডের স্ত্রী লালী বলে ওঠেন, ‘না, না…আমি আদিত্যর জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করব।’ খবর আনন্দবাজারের।
আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে দর্শকদের জন্য থাকছে ধামাকা
চলতি বছরেই একে একে বিয়ে করেছেন রণবীর কাপুর, ফারহান আখতার, আলি ফজল। এই প্রজন্মের অবিবাহিত পুরুষ অভিনেতাদের মধ্যে আদিত্য রায় কাপুর রয়েছেন। এখন অপেক্ষা কবে বসবেন বিয়ের পিড়িঁতে।
সবশেষ আদিত্যকে দেখা গেছে ‘রাষ্ট্রকবচ: ওম’ সিনেমায়। এর পর তাকে দর্শকরা দেখতে পাবেন ‘গুমরাহ’ সিনেমায়।
]]>




