সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নিউজিল্যান্ডে কৃষকদের অভিনব প্রতিবাদ
<![CDATA[
ট্রাক্টর নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ করেছেন নিউজিল্যান্ডের কৃষকরা। সম্প্রতি গরুর ঢেকুর ও বায়ুত্যাগের ওপর কর বসানোর প্রস্তাবে দেশটির ডানেডিন শহরে এ প্রতিবাদ জানান খামারিরা। তবে সরকারের দাবি, জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
গবাদি পশু ঢেকুর দিলে কর গুনতে হবে মালিককে। গত সপ্তাহে মোটা দাগে এমনই এক শিরোনাম উঠে এসেছিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এবার প্রস্তাবিত এ সিদ্ধান্তের ভিন্ন এক পন্থায় প্রতিবাদ করেছেন দেশটির কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে দেশটির ডানেডিন শহরে জড়ো হন খামারিরা। এ সময় পতাকা, প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়ার পাশাপাশি ছোট-বড় নানা ধরনের ট্রাক্টর, পিকআপ নিয়ে রাজপথ প্রদক্ষিণ করেন তারা। এ সময় প্রতিবাদী স্লোগানও লিখতে দেখা যায় তাদের। খামারিদের দাবি দ্রুত সিদ্ধান্ত বাতিল করা হোক, তা না হলে প্রান্তিক পর্যায়ের খামারিদের ওপর চাপ পড়ার পাশাপাশি ভেঙে পড়বে ছোট শহরগুলোর অর্থনীতিও।
আরও পড়ুন: চাকরি ছেড়ে গরুর খামার করে কোটিপতি গিয়াস
কৃষকরা বলেন, একেবারেই অকার্যকর একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কাজ করছি। বিশেষ করে সম্প্রতি কার্বন নিঃসরণের ওপর যে কর বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা আমাদের কৃষিখাতকে একেবারেই ধ্বংস করে দেবে।
প্রস্তাবিত এমন সিদ্ধান্তে কীভাবে নির্গমনের মূল্য নির্ধারণ করা হবে, তা নিয়েও শঙ্কিত অনেকে। পাশাপাশি জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় ব্যর্থ হয়েই সরকার এমন অযৌক্তিক পদক্ষেপ হাতে নিয়েছে বলেও অভিযোগ তাদের। কৃষকরা বলেন, সরকার আমাদের ওপর অনেক বেশি কর আরোপ করে ফেলেছে। এটা কৃষক সম্প্রদায়কে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। এটি থামানো উচিত।
তবে, পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাসের নিঃসরণ ঠেকাতেই এমন অদ্ভুত উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
]]>




