নামিবিয়াকে নিয়েই ডুবল আরব আমিরাত
<![CDATA[
নামিবিয়ার বিপক্ষে খেলতে নামার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের। তবে সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দেয়া নামিবিয়ার। সে জন্য নামিবিয়ানদের প্রয়োজন ছিল আরব আমিরাতের বিপক্ষে জয়, কাঙ্খিত সেই জয় ছিনিয়ে নিতে পারেনি আফ্রিকার দেশটি। ৭ রানের জয় দিয়ে তাদের নিয়েই ডুবেছে আরব আমিরাত।
নামিবিয়ার বিপক্ষে ১৪৮ রানের অল্প সংগ্রহ নিয়েও আরব আমিরাতের জয়ের নেপথ্যে তাদের বোলিং লাইন-আপ। পেসারদের নিয়ন্ত্রিত বোলিং আর লেগি কার্তিক মেইয়াপ্পানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে চির আরাধ্য জয় পায় এশিয়ার দেশটি। আগের দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে হারে সংযুক্ত আরব আমিরাত।
আরও পড়ুন: বিশ্বকাপের পর বাড়ি যেতে পারবে না ইংল্যান্ড
অন্যদিকে নামিবিয়া প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে হারে ডাচদের কাছে। প্রথম রাউন্ড শেষে ‘এ; গ্রুপের শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের পয়েন্ট ৪ করে, একটি করে ম্যাচ জেতায় নামিবিয়া ও আরব আমিরাতের পয়েন্ট সমান ২ করে।
নামিবিয়া হারায় শ্রীলঙ্কার পর প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
আরও পড়ুন: সাকিব-লিটন জ্বলে উঠলে বাংলাদেশ হারাতে পারে বড় দলকেও
নেদারল্যান্ডসহ সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো: দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। টাইগারদের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, ২৬ অক্টোবর। এরপর ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল, ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
]]>




