প্রথম রাউন্ড শেষে ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে যারা
<![CDATA[
শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৮টি দলের মধ্যে প্রথম রাউন্ড থেকে সুপার টোয়েলভের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। বাদ পড়েছে সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। সুপার টোয়েলভের আগে ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে কারা?
ব্যাটিং
সবশেষ দল হিসেবে সুপার টোয়েলভের টিকিট পেয়েছে জিম্বাবুয়ে। এই দলের সিকান্দার রাজাই প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ রানের মালিক। ৩ ম্যাচে তিনি করেছেন ১৩৬ রান। রাজার মতো একশর বেশি রান করেছেন আরও পাঁচজন। তারা হলেন: নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দাউদ (১২৯), বাদ পড়া স্কটল্যান্ডের জর্জ মুনসি (১২১) ও মাইকেল জোনস (১১০), শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস (১০৩) ও নামিবিয়ার ইয়ান ফ্রাইলিঙ্ক (১০১)।
আরও পড়ুন: ডাচদের পর প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে পেল বাংলাদেশ
বোলিং
বোলিংয়ে এগিয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নেদারল্যান্ডসের বাস ডি লিড। ৩ ম্যাচে দুজনেই শিকার করেছেন ৭টি করে উইকেট। এই দুজনের মধ্যে ইকোনমি ভালো প্রথমজনের। এ ছাড়া ৬টি করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ ও ব্লেজিং মুজারাবানি। ৫টি করে উইকেট শিকার করেছেন জেসন হোল্ডার, জাহুর খান, সিকান্দার রাজা, মহেশ থিকশানা, মার্ক ওয়াট ও কার্তিক মেইয়াপ্পান।
ফিল্ডিং
ফিল্ডিংয়ে ভালো পারফরম্যান্সের আদর্শ কোনো মানদণ্ড নেই, তাই ক্যাচ নেয়াকে এ ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন জিম্বাবুয়ের মিল্টন শুম্বা ও আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। ৩ ম্যাচে দুজনেই ৪টি করে ক্যাচ নিয়েছেন। ৩টি করে ক্যাচ ধরেছেন ৪ জন।
আরও পড়ুন: কারা সুপার টোয়েলভে উঠল, আর কারা বাদ গেল
উইকেটকিপিং
ফিল্ডিংয়ের মতো উইকেটকিপিংয়ের ক্ষেত্রে ডিসমিসালকে ভালো পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে নিলে সবার চেয়ে এগিয়ে নামিবিয়ার জেন গ্রিন ও শ্রীলঙ্কার মেন্ডিস। দুজনেই ৪টি করে ডিসমিসাল পেয়েছেন। ৩টি করে ডিসমিসাল আছে স্কটল্যান্ডের ম্যাথুও ক্রস ও নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের।
]]>




