বিনোদন
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
<![CDATA[
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পানিতে ডুবে তুফান হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তুফান লক্ষ্মীপুর গ্রামের জাহাঙ্গীর খোন্দকারের ছেলে।
প্রতিবেশীরা জানান, দুপুরে শিশুটির মা বাড়ির কাজ করছিলেন। তুফান মায়ের পাশে খেলা করছিল। খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু
হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
]]>




