পর্দার নায়িকারা বাস্তবে কতটুকু নায়িকা হতে পারেন?
<![CDATA[
রুপালি পর্দায় নায়িকা হওয়াটা যতটা সম্ভব বাস্তবে নায়িকা হওয়াটা কিন্তু ঠিক ততটাই কঠিন। তা আরও একবার প্রমাণ করলেন বলিউড সুপারস্টার কাজল।
সম্প্রতি তার একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, কাজলকে এক পথশিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করতে। আর তাই দেখে খেপেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত সালমান খানের বদলে ‘বিগ বস’-এর নতুন সঞ্চালক কে?
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, দিওয়ালির শপিং শেষে শপিংমল থেকে বেরিয়েছেন কাজল। সাদা পোশাক পরা কাজল এ সময় নিজ গাড়িতে হেঁটে পৌঁছানোর সময় তাকে পথশিশুরা ঘিরে ধরে।
নিজ গাড়িতে উঠতে যাওয়ার সময় কাজলের সামনে এসে দাঁড়ায় এক পথশিশু। কাজলকে টাকা দিতে অনুরোধ করেছিল সেই পথশিশু।
পেটে খিদে নিয়ে কাজলের সামনে কেঁদে কেঁদে ভিক্ষা করা সেই শিশুকে পাত্তাই দেয়নি কাজল। বরং করেছে অবহেলা, তাচ্ছিল্য। শিশুটিকে মাথায় হাত দিয়ে একপাশে সরিয়ে দেন এবং ভ্রুক্ষেপ না করে সোজা গাড়িতে উঠে যান।
অবহেলা করে কিছু টাকা হাতে দেয়ার পর গাড়ির গেট সজোরে বন্ধ করে দেয়। এরপর আরেক শিশু কাজলের কাছে কিছু টাকা চাইলে তাতে কর্ণপাত না করে গাড়িতেই বসে বিরক্তি প্রকাশ করেন এই নায়িকা। এই আচরণে হতবাক সবাই।
আরও পড়ুন: আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সেরা ছবির তালিকায় বাংলা ছবির দাপট!
এই ভিডিও দেখে নেটিজেনরা মনে করছে, রুপালি পর্দার স্টাররা বাস্তবে মানুষ হিসেবে সম্পূর্ণ ভিন্ন। কীভাবে কাজলের মতো এত জনপ্রিয় আর ধনী একজন স্টার পথশিশুদের সঙ্গে এমন আচরণ করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সূত্র: সংবাদ প্রতিদিন
]]>




